রাজনীতি' শব্দটির উৎপত্তি source of politics



 ⏩ 'রাজনীতি' শব্দটির উৎপত্তি কিভাবে?


🔸গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কালজয়ী গ্রন্থটির নাম ‘পলিটিক্স' (Politics)। 

গ্রিক শব্দ 'পোলিস' (polis) থেকে ইংরেজি পলিটিক্স' শব্দটি এসেছে। 'পোলিস্' শব্দের অর্থ 'নগর’ (city)। সমকালীন গ্রিক নগররাষ্ট্রসমূহ (city states) এবং তাদের অনুসৃত নীতি ও সমস্যাদি-সংক্রান্ত আলোচনাকে অ্যারিস্টট্ল 'রাজনীতি'র বিষয়বস্তু হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু আকৃতি, প্রকৃতি, কার্যাবলি প্রভৃতি সর্বক্ষেত্রেই আধুনিক রাষ্ট্রের সঙ্গে প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রের মৌলিক পার্থক্য লক্ষ করা যায়। তা ছাড়া, বর্তমানে মানুষের রাজনৈতিক জীবন অত্যন্ত জটিল ও সমস্যাসংকুল। প্রাচীন গ্রিক পদ্ধতিতে এইসব সমস্যার সমাধান করা আদৌ সম্ভব নয়। তাই 'রাজনীতি' বলতে অ্যারিস্টটল যা বোঝাতে চেয়েছিলেন, বর্তমানে সেই অর্থে 'রাজনীতি' শব্দটির প্রয়োগ দেখা যায় না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad