Railway general knowledge GK -Part -7


 Railway general knowledge GK


🖋️কর্মদিশারী 📚

🔸নমস্কার বন্ধুরা,

      🔸 আজকাল রেলের পরীক্ষায় বেশিরভাগ জেনারেল সাইন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন থাকছে। তাই আমাদের এই ওয়েবসাইট থেকে জেনারেল সাইন্স এবং জেনারেল নলেজ নিয়ে প্রায় 3000+প্রশ্ন উত্তর থাকছে। আশা করি তোমাদের রেলের পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় কাজে লাগবে।


   বন্ধুরা তোমরা দেরী না করে নিচে দেওয়া মক টেস্ট অংশগ্রহণ করো এবং তোমরা কি রকম প্রিপারেশন করেছ তার কমেন্ট আমাদের মেসেজ করে জানাও। এবং কোন কিছু জানার থাকলে বা প্রশ্ন সম্বন্ধে কিছু বলার থাকলে আমাদের মেসেজ করতে পারো।


সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট পেপার ব্যবস্থা আছে তোমরা ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করো এবং দৈনিক মক টেস্ট দাও। এতে তোমার যেকোনো পরীক্ষায় অতি সহজেই উত্তর করে আসতে পারবে।


1➤ কোন আইন 'কালাকানুন' নামে পরিচিত

=> রাওলাট আইন

2➤ আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন

=> রাজা রামমোহন রায়

3➤ ব্রিটিশ সরকার কত সালে বঙ্গভঙ্গ খারিজ করেন

=> 1911 সালে

4➤ 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই' কে লিখেছিলেন

=> রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

5➤ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন

=> লর্ড কর্নওয়ালিস

6➤ ভারত সভা কে স্থাপন করেন

=> সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

7➤ পেশোয়ার তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন

=> বালাজি বিশ্বনাথ

8➤ আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি

=> মনা বা নিস্ক

9➤ ইবন বতুতা কোন সুলতানের আমলে ভারতে আসেন

=> মুহাম্মদ বিন তুঘলক

10➤ শশাঙ্কের রাজধানীর নাম কি

=> কর্ণসুবর্ণ

11➤ সম্রাট শাহজাহানের রাজত্বকালকে জানার মূল উপাদান কি

=> পাদশাহনামা

12➤ শেরশাহ সুরির শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য কি ছিল

=> হিন্দু-মুসলিমের সঙ্গে ঐক্যবোধ সৃষ্টি করা

13➤ কোন বছর মীর কাসেমের মৃত্যু হয়

=> 1777 সালে

14➤ খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন

=> গুরু গোবিন্দ সিং

15➤ অমৃতসর সরোবর কে খনন করেছিলেন

=> শিখ গুরু রামদাস

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad