Railway general science GK


 🖋️কর্মদিশারী 📚

🔸নমস্কার বন্ধুরা,

      🔸 আজকাল রেলের পরীক্ষায় বেশিরভাগ জেনারেল সাইন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন থাকছে। তাই আমাদের এই ওয়েবসাইট থেকে জেনারেল সাইন্স এবং জেনারেল নলেজ নিয়ে প্রায় 3000+প্রশ্ন উত্তর থাকছে। আশা করি তোমাদের রেলের পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় কাজে লাগবে।


   বন্ধুরা তোমরা দেরী না করে নিচে দেওয়া মক টেস্ট অংশগ্রহণ করো এবং তোমরা কি রকম প্রিপারেশন করেছ তার কমেন্ট আমাদের মেসেজ করে জানাও। এবং কোন কিছু জানার থাকলে বা প্রশ্ন সম্বন্ধে কিছু বলার থাকলে আমাদের মেসেজ করতে পারো।


সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট পেপার ব্যবস্থা আছে তোমরা ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করো এবং দৈনিক মক টেস্ট দাও। এতে তোমার যেকোনো পরীক্ষায় অতি সহজেই উত্তর করে আসতে পারবে।


1➤ পারদ থার্মোমিটার কে আবিস্কার করেন

=> টরিসেলি

2➤ পেট্রোল চালিত গাড়ি কে আবিষ্কার করেন

=> জার্মানির কার্ল বেঞ্জ

3➤ বিষাক্ত মাস্টার্ড গ্যাস উৎপাদনে ব্যবহৃত জৈব যৌগ টির নাম

=> ইথালিন

4➤ শহরের এলাকায় বাড়িতে যে জল পাঠানো হয় তা শুদ্ধ করা হয় কি পদ্ধতিতে

=> ক্লোরিনেশন

5➤ অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি

=> অ্যাসিটাইল স্যালিসাইলিক এসিড

6➤ কোন প্রক্রিয়ার সাহায্যে দুটি আইসোটোপ কে আলাদা করা হয়

=> ব্যাপন

7➤ কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহন দেখা যায়

=> চিংড়ি

8➤ ফুলারিন কি

=> কার্বনের একটি রূপ ভেদ

9➤ নটিক্যাল মাইল কিসের একক

=> জলপথের দূরত্বের একক

10➤ গলনের সময় তাপমাত্রার পরিবর্তন হয় এমন পদার্থের নাম কি

=> মোম

11➤ মরীচিকা সৃষ্টির কারণ কি

=> অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

12➤ প্রবাহিত তরলের ঘর্ষণ কে কি বলে

=> সান্দ্রতা

13➤ শব্দের নিখুঁত প্রতিপালনের জন্য প্রয়োজনীয় নূন্যতম দূরত্ব কত

=> 17 মিটার

14➤ উদ্ভিদের কোন কলার মাধ্যমে রসের উৎস্রোত প্রক্রিয়াটি ঘটে

=> জাইলেম কলা

15➤ মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশযানে কোন উদ্ভিদ রাখেন

=> ক্লোরেল্লা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad